শান্তনু ঠাকুর মতুয়া সমাজের লজ্জা ! এরকমই পোষ্টার পড়েছে ,বনগাঁর বিজেপি-র সাংসদ শান্তনু ঠাকুরের নামে । না অবাক হওয়ার কিছু নেই । এটাই বাস্তব । ওই পোষ্টারে লেখা হয়েছে – শান্তনু ঠাকুর মতুয়া সমাজের লজ্জা। কি কারণে শান্তনু ঠাকুরের নামে এই ধরনের পোষ্টার ? সেকথাও লেখা হয়েছে ওই পোষ্টারে । বনগাঁর মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের গেটের পাশেই পড়েছে এই পোস্টার।
সেই পোস্টারে প্রশ্ন তোলা হয়েছে ৫০ লক্ষ টাকা দামের গাড়ি, ৬০ লক্ষ টাকার হিরের হার, তিন লক্ষ টাকা দামের তিনটি মোবাইল তাঁকে কে দিয়েছে ? বিজেপি দল এবং সাংসদ নিজে এই প্রশ্নের জবাব দিন বলেও দাবি করা হয়েছে । তারপরেই লেখা হয়েছে- শান্তনু ঠাকুরের মতো লোক মতুয়া সমাজের লজ্জা।
শুধু দামি গাড়ি ও অলংকারের কথা বলেই পোষ্টারের লেখা শেষ হয়নি । বরং বলা হয়েছে , চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে , বিধানসভায় টিকিট দেওয়ার নাম করে টাকা নিয়েছে শান্তনু ঠাকুর ।এদিন মোট তিনটি পোস্টার পড়ে মণ্ডলপাড়া উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে। কিছুক্ষণ পর তা ছিঁড়ে ফেলা হয়।
তবে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে তৃণমূলই পোস্টার দিয়ে মিথ্যা অভিযোগ করে সাংসদের বদনাম করছে । পোস্টারে সব মিথ্যা কথা লেখা হয়েছে বলে বিজেপির দাবি। এমন কোনও প্রমাণ থাকলে প্রশাসনের কাছে অভিযোগ করুক বলে দাবি করে বিজেপি। ভোটে হেরে গিয়ে এইসব মিথ্যা, কুৎসা, অপপ্রচার করছে তৃণমূল।