তিনি এখন বলিউডে পরিচিত মুখ। ধোনির বায়েপিকে অভিনয় করার পর আর ফিছন ফিরে তাকাতে হয়নি কখনও। তিনি দিশা পাটানি। সম্প্রতি ভারতের বোলিং স্টার জসপ্রীত বুমরার প্রশংসায় পঞ্চমুখ তিনি। এক সাক্ষাৎকারে সরাসরি বলেই দিয়েছেন, ভারতের জাতীয় ক্রিকেট দলে যদি কারও ম্যাচ জেতানোর ক্ষমতা থেকে থাকে, তাহলে তিনিই সেই ব্যক্তি। ভারতের সঙ্গে কিউয়িদের সাম্প্রতিক টি২০ সিরিজেএই পেসারের পারফরম্যান্স দেখে এতটাই মুগ্ধ দিশা, যে রবিবার ভারত এবং নিউজিল্যান্ড ম্যাচে আরও একবার সেই বোলারের মারকাটারি বোলিং জাদু দেখতে মুখিয়ে রয়েছেন তিনি।
click and follow Indiaherald WhatsApp channel