পূর্বাভাসই সত্যি হলো, পঞ্চম দিনে বৃষ্টি ভেস্তে দিলো ম্যাচের ফলাফল এককথায় জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েও সিরিজে এগিয়ে যাওয়া হলো না বিরাট কোহলিদের। ভারত অধিনায়ক বিরাট কোহলি হতাশা প্রকাশ করে বলেন, “খেলার তৃতীয় ও চতুর্থ দিন বৃষ্টির আশঙ্কা ছিল। তবে শেষ দিনের পুরোটা সময় যে বৃষ্টিতে ধুয়ে যাবে সেটা ভাবতেও পারিনি। এটা খুবই হতাশাজনক। চতুর্থ দিন আমরা ৫২ রান করে ফেলার পর জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলাম। সেই দিক থেকে দেখতে গেলে এই ফল হতাশার।” একই সঙ্গে সতীর্থদের পাশে দাঁড়িয়ে কোহলির সংযোজন, গত তিন সপ্তাহ ধরে আমাদের দলের সবাই কঠিন পরিশ্রম করেছে। সেটা এই টেস্টে জোরে বোলারদের দেখে বোঝা গেল। আর এটাই আমাদের দলের বৈশিষ্ট্য। পুরো সিরিজ ও লর্ডসে দ্বিতীয় টেস্টে এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। এককথায় বুঝিয়ে দিলেন যে লর্ডসে তাঁর দল আক্রমণাত্মক মেজাজেই খেলবে।

উল্লেখ্য, ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১৮৩ রানের জবাবে ভারত ২৭৮ রান করেছিল। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক জো রুটের শতরানে ইংল্যান্ড করেছিল ৩০৩ রান। পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২০৯ রান। হাতে ছিল ৯ উইকেট। ব্রিটিশ ভূমে জয়ের স্বপ্ন দেখছিলেন বিরাটরা। কিন্তু বৃষ্টির জন্যই ভারতের জয়ের স্বপ্ন ভেস্তে গেল ট্রেন্ট ব্রিজে। কিন্তু বৃষ্টির জন্যই ভারতের জয়ের স্বপ্ন ভেস্তে গেল ট্রেন্ট ব্রিজে।  আগামী ১২ অগাস্ট থেকে লর্ডসে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বিরাট-রুটরা।

మరింత సమాచారం తెలుసుకోండి: