বৃহস্পতিবার দুপুর। নিজের ফেসবুক ওয়ালে এই প্রশ্নটি রেখেছেন বিজেপি-র কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। যা নিয়ে বিজেপি-র অন্দরে আলোড়ন পড়েছে। বাবার হাত ধরেই একদা তৃণমূলের বিধায়ক শুভ্রাংশু (যিনি ‘হাপুন’ ডাকনামেই সমধিক প্রসিদ্ধ) বিজেপি-তে যোগ দিয়েছিলেন। যদিও বাবার মতোই তিনিও নতুন দলে নিজের মর্যাদা নিয়ে ক্ষুণ্ণ।

দীর্ঘদিন পদবৃত্তের বাইরে থাকার পর শুভ্রাংশুর বাবা মুকুলকে কেন্দ্রীয় পদাধিকারি করেছে বিজেপি। তাতে বাবার ক্ষোভ খানিকটা প্রশমিত হয়েছে তো বটেই। কিন্তু দেখা যাচ্ছে, পুত্র এখনও ক্ষুব্ধ। দলের বৈঠকেও তাঁকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। এই পরিস্থিতিতে শুভ্রাংশুর ফেসবুক পোস্ট বেশ তাৎপর্যপূর্ণ। প্রশ্ন উঠছে, তাহলে কি আর বিজেপিতে থাকবেন না মুকুলপুত্র? এনিয়ে শুভ্রাংশু রায়ের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।      

మరింత సమాచారం తెలుసుకోండి: