দেশের প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদীকে বেনজির আক্রমন করলেন হায়দ্রাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসি।
দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুকবাজ যুবকের তাণ্ডব। "এই নে আজাদি" বলতে বলতে রামভক্ত গোপাল নামে ওই যুবক গুলি ছুঁড়তে শুরু করে বৃহস্পতিবার। সে সময় পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় চত্বরে সিএএ-বিরোধী প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন। ওই বন্দুকবাজের ছোড়া গুলি লাগে এক পড়ুয়ার হাতে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই যুবক।
জামিয়ার সেই ঘটনায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন সাংসদ আসাউদ্দিন ওয়েসি। "এবার পোশাক দেখে চিনুন," এমন মন্তব্য প্রধানমন্ত্রীর উদ্দেশে ছুঁড়ে দিয়েছেন ওই সাংসদ।
সম্প্রতি ঝাড়খণ্ডে এক জনসভায় জামিয়া মিলিয়া-সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে চলা সিএএ- বিরোধী প্রতিবাদকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী। সমালোচনা করেছিলেন নাগরিক আন্দোলনকেও। "পোশাক দেখে চেনা যাচ্ছে, কারা হিংসা ছড়াচ্ছেন।" এমন মন্তব্য করেছিলেন নরেন্দ্র মোদি। তাঁর সেই মন্তব্যকে এদিন পাল্টা বিঁধলেন আসাউদ্দিন ওয়েসি।তিনি বলেছেন, এবার আপনি সহজেই পোশাক দেখে বের করতে পারবেন, কারা হিংসা ছড়ায়।
দিল্লির জামিয়া বিশ্ববিদ্যালয় চত্বরে বন্দুকবাজ যুবকের তাণ্ডব। "এই নে আজাদি" বলতে বলতে রামভক্ত গোপাল নামে ওই যুবক গুলি ছুঁড়তে শুরু করে বৃহস্পতিবার। সে সময় পড়ুয়ারা বিশ্ববিদ্যালয় চত্বরে সিএএ-বিরোধী প্রতিবাদ সভার আয়োজন করেছিলেন। ওই বন্দুকবাজের ছোড়া গুলি লাগে এক পড়ুয়ার হাতে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ওই যুবক।
জামিয়ার সেই ঘটনায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ ছুঁড়লেন সাংসদ আসাউদ্দিন ওয়েসি। "এবার পোশাক দেখে চিনুন," এমন মন্তব্য প্রধানমন্ত্রীর উদ্দেশে ছুঁড়ে দিয়েছেন ওই সাংসদ।
click and follow Indiaherald WhatsApp channel