দীর্ঘ টানাপড়েনের পর অবশেষে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণেকে গ্রেফতার করল মহারাষ্ট্র পুলিশ। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতারির সম্ভবনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বাণিজ্য নগরী। জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীকে গ্রেফতার করে সঙ্গমেশ্বর থানায় নিয়ে যাওয়া হয়েছে। নাসিকের পুলিশ কমিশনার দীপক পাণ্ডে জানিয়েছেন, পুলিশের একটি দল আগামী দু’ঘণ্টার মধ্যেই চিপলুন পৌঁছবে। রাণেকে তাঁদের হেফাজতে নিয়ে নাসিক পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য রত্নগিরির পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করা নিয়ে। সম্প্রতি কোঙ্কণ এলাকায় ‘জন আশীর্বাদ র‌্যালি’তে উদ্ধবকে আক্রমণ করেন রাণে। তিনি বলেছিলেন, “দেশের কততম স্বাধীনতা বর্ষপূর্তি সে সম্পর্কে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না। এটা অত্যন্ত লজ্জার বিষয়। বক্তৃতার সময় তাঁকে জেনে নিতে হচ্ছে স্বাধীনতার কত বছর হল!” এর পরই তাঁর মন্তব্য, “যদি আমি সেখানে উপস্থিত থাকতাম তা হলে তাঁকে একটা চড় মারতাম।”অন্যদিকে, চড় মারা মন্তব্য নিয়ে রাণের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেছে বিজেপি। রাজ্যের বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীস বলেন, “পুলিশকে বলব আইনমাফিক কাজ করুক তারা।” রাণের সম্পর্কে তাঁর মন্তব্য, “মুখ্যমন্ত্রী সম্পর্কে একটু সংযত ভাবে মন্তব্য করা উচিত ছিল তাঁর। আরও ভাল ভাবে বলতে পারতেন। তবে তার মানে এই নয় যে, এর জন্য হাঙ্গামা করতে হবে।”

మరింత సమాచారం తెలుసుకోండి: