অমিত শাহ বলেছেন জওয়ানদের বলিদান ব্যর্থ হবে না। শনিবার ছত্তিসগড়ের মাওবাদী অধ্যুষিত এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল প্রায় ২০০০ নিরাপত্তারক্ষী৷ আচমকা মাওবাদীরা গুলি চালাতে শুরু করে৷ মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে শনিবারই প্রাণ হারান পাঁচ জওয়ান৷ এরপর মৃত জওয়ানের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২২৷ আরও ২৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে এর আগেও মাওবাদী হানার ঘটনা ঘটেছে। কিছু ঘটনা তুলে ধরা হলো, কবে কোথায় ঘটেছিল এক নজরে দেখে নেওয়া যাক  কিছু ঘটনা তুলে ধরা হলো, কবে কোথায় ঘটেছিল এক নজরে দেখে নেওয়া যাক -

১) ২৪ এপ্রিল, ২০১৭ : সুকমায় মাওবাদী হামলায় প্রাণ হারান সিআরপিএফের ২৫ জওয়ান

২) ২৫ মে, ২০১৩ :  ছত্তিসগড়ের দরভায় কংগ্রেস নেতাদের কনভয়ে  মাওবাদী হানা। মহেন্দ্র কর্মা এবং নন্দ কুমার প্যাটেল সহ নিহত ২৫ জন কংগ্রেস নেতা

৩) ৬ এপ্রিল, ২০১০ : ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় আধা সামরিক বাহিনীর কনভয়ে মাওবাদী হানা, নিহত ৭৫ জন জওয়ান

৪) ১৫ ফেব্রুয়ারি, ২০১০ :  পশ্চিমবঙ্গে আধা-সামরিক বাহিনীর শিলদা ক্যাম্পে মাওবাদী হানা, নিহত ২৪ জওয়ান

৫) ৮ অক্টোবর, ২০০৯ : মহারাষ্ট্রের গড়চিরৌলিতে মাওবাদী হানায় নিহত ১৭ পুলিশকর্মী

৬) ১২ জুলাই, ২০০৯ : ছত্তিসগড়ের রাজনন্দাগাঁওয়ে মাওহাদী হানায় নিহত ২৯ পুলিশকর্মী

৭) ১৬ জুলাই, ২০০৮ : ওড়িশার মালকানগিরিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ২১ জন পুলিশকর্মী। ওড়িশার মালকানগিরিতে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ২১ জন পুলিশকর্মী

మరింత సమాచారం తెలుసుకోండి: