কোনও দিনই অভিনেত্রী হতে চাননি। সিএ নিয়ে এগোনই ছিল লক্ষ্য। কিন্তু ইতিমধ্যেই টেলিভিশনে অভিনয়ের সুবাদে পরিচিত মুখ তিনি। তিনি মিশমি দাস। ফাগুন বউ সিরিয়ালে তাঁর অভিনয় দাগ কেটেছে দর্শকের মনে। শুধু সিরিয়াল কেন বুড়ো সাধু ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সম্প্রতি মিশমি তাঁর ইনস্টা হ্যান্ডেলে তাঁর শরীর জুড়ে ট্যাটুর ছবি শেয়ার করেছেন। আর সেই ছবি শেয়ার করার পরই তা ভাইরাল।
View this post on InstagramAll chakras activated. 😁 Thank you @lizardsskintattoos and @prithwiraj_lizardsskintattoos .
click and follow Indiaherald WhatsApp channel