ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল, মঙ্গলবার উত্তর দিনাজপুরের কর্নজোড়ায় প্রশাসনিক বৈঠক করেছিলেন তিনি। সেই বৈঠকে যোগ দিয়েছিলেন দক্ষি দিনাজপুরের প্রশাসনিক আধিকারিকরাও। আর এদিন প্রশাসনিক বৈঠক হল মালদহে। এই বৈঠকে দলের জনপ্রতিনিধিদের যেমন একযোগে কাজ করার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), তেমনি কর্মসংস্থান তৈরির উপরও জোর দিলেন তিনি। বললেন, 'এ  রাজ্যে চাকরি করতে হলে বাংলা ভাষা জানতে হবে। বাংলা তাঁর ঠিকানা হতে হবে'। আর নাম করেই বললেন, 'সাবিত্রী আর কৃষ্ণেন্দু ঝগড়া করলে চলবে না। কৃষ্ণেন্দু আর নীহারের ঝগড়া করলে চলবে না। মনে রাখবেন, সরকারটা অনেক বড়। দলটাও অনেক বড়। আপনাদের ঝগড়া করা শোভা পায় না। সহযোগিতা করে কাজ করতে হবে'।

অন্যদিকে, তামিলনাড়ুর নীলগিরির পাহাড়ে সেনা সর্বাধিনায়ক জেনারেল বিপিন রাওয়তের কপ্টার ভেঙে পড়ার কথা তখন সবে জানা গিয়েছে। হতাহতদের খবর কিছুই এসে পৌঁছয়নি। কিন্তু পরিস্থিতির গুরুত্ব আঁচ করতে দেরি হল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই দ্রুত মালদহে প্রশাসনিক বৈঠক শেষ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক প্রতিক্রিয়ায় ঘটনার জন্য দুঃখপ্রকাশ করে বুধবার মমতা বলেন, ‘‘খবরটা শুনে মনটা খারাপ হয়ে গেল।’’ পরে টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘কুন্নুর থেকে খুন দুঃখজনক খবর এসেছে। গোটা জাতি আর সেনা সর্বাধিনায়ক, তাঁর পরিবারের সদস্য এবং কপ্টারের সহযাত্রীদের নিরাপত্তার জন্য প্রার্থনা করছে। আমরা সকলের আরোগ্য কামনা করছি।’

మరింత సమాచారం తెలుసుకోండి: