তিনি বলিউড অভিনেত্রী, আবার একাধারে তিনি মাও। বৃহস্পতিবার জয়া বচ্চন ৭২ বছরে পা দিলেন। আর মা-র জন্মদিনে ছেলে অভিষেক বচ্চন আর মেয়ে শ্বেচা বচ্চন উইশ করলেন। জন্মদিনের সকালে তাই ইনস্টাগ্রামেই মাকে উইশ করলেন অভিষেক বচ্চন এবং শ্বেতা বচ্চন নন্দা। বৃহস্পতিবার সকালে মার একটি ছবি পোস্ট করে অভিষেক লেখেন, ‘প্রত্যেক সন্তানের কাছেই সবচেয়ে প্রিয় শব্দ মা। শুভ জন্মদিন মা। যদিও লকডাউনের জন্যে তুমি এখন আমাদের থেকে অনেক দূরে দিল্লিতে, তবুও জানবে প্রতি মুহূর্তে আমরা তোমার কথাই মনে করছি, মনের মধ্যে শুধু তুমিই আছো। তোমায় ভালোবাসি মা...’
click and follow Indiaherald WhatsApp channel