আয় বাড়াতে নয়া উদ্যোগ কলকাতা মেট্রোর। স্টেশনের সুবিধাজনক কোনও জায়গায় যাত্রী-পরিষেবা ব্যাহত না করে ২০ বর্গফুট মাপের অস্থায়ী কিয়স্ক বসানো যাবে। মেট্রো সূত্রের খবর, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই বিশেষ প্রচারের অনুমতি দেওয়া হবে। সম্প্রতি কবি সুভাষ স্টেশনে একটি বাংলা ছবির প্রচারে নায়ক-নায়িকা এবং কলাকুশলীরা হাজির হয়েছিলেন। তাঁরা মেট্রোর সাধারণ যাত্রীদের সঙ্গেও কথা বলেন। অনেকটা সেই ধাঁচেই ছবি, সিরিয়াল প্রভৃতির প্রচারেও মেট্রো স্টেশনের পরিসরকে ব্যবহার করতে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে খবর। স্বাস্থ্য, শিক্ষা, বিমা-সহ বিভিন্ন পরিষেবার প্রচারে উত্তর-দক্ষিণ ছাড়াও ইস্ট-ওয়েস্ট মেট্রোর স্টেশনগুলিও খুলে দেওয়া হচ্ছে। বিগত অর্থবর্ষে যাত্রী-ভাড়া বহির্ভূত খাতে মেট্রো ৩৪ কোটি টাকার বেশি আয় করেছে।

অন্যদিকে, কলকাতা হাইকোর্টে বিচারপতিদের বিচার্য বিষয় বদল করা হল। স্কুল সার্ভিস সংক্রান্ত মামলা, কলেজ, আপার প্রাইমারি মামলাগুলি এবার থেকে শুনবেন বিচারপতি রাজশেখর মান্থা। শুক্রবার নতুন বদল করা হল কলকাতা হাই কোর্টে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাতে থাকা বিভিন্ন মালা সরে গেল রাজশেখর মান্থার এজলাশে। এসএসসি, আপার প্রাইমারি সহ বেশ কিছু মামলা এবার থেকে শুনবেন বিচারপতি রাজশেখর মান্থা। অন্যদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনবেন প্রাইমারি এবং শ্রম সংক্রান্ত মামলা। এছাড়া প্রাইমারী টেট-র মামলাও শুনবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। একক বেঞ্চের সঙ্গে সঙ্গেই বদল হয়েছে আপিল বেঞ্চেও। এসএসসি, আপার প্রাইমারির মামলাগুলি আপিল বেঞ্চে এতদিন শুনতেন বিচারপতি হরিশ ট্যান্ডন। এবার থেকে আপিল বেঞ্চে এই মামলাগুলি শুনবেন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।

మరింత సమాచారం తెలుసుకోండి: