ভারতের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে অজি ক্রিকেটাররা ভিন্ন এক উপায়ে প্রতিবাদ জানাবেন বলে স্থির করেছেন। আদিবাসি সংস্কৃতির সমর্থনে এবং জাতিবৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে প্যাট কামিন্সরা গোল হয়ে খালি পায়ে দাঁড়াবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এপ্রসঙ্গে অজি পেসার প্যাট কামিন্স বলেন, "শুধু ক্রীড়াজগতের প্রতিনিধি হিসেবে নয় বরং মানুষ হিসেবে আমরা বর্ণবৈষম্যের বিরুদ্ধে। তাই আমরা ঠিক করেছি এবার থেকে প্রতিটা সিরিজের আগে খালি পায়ে গোল হয়ে দাঁড়িয়ে প্রতিবাদ জানাব।"

এই ধরনের উদ্যোগ সত্যিই অভিনব বলে মনে করছে ক্রিকেটমহল। প্রসঙ্গত, এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ চলাকালীন ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের পাশে দাঁড়াননি অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। এর জন্য অজি ক্রিকেটারদের সমালোচনাও করেছিলেন প্রাক্তন ক্রিকেটার মাইকেল হোল্ডিং। ছবি - সংগৃহীত

మరింత సమాచారం తెలుసుకోండి: