অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে পরপর দুটি ম্যাচ জেতায় সিরিজ পকেটে পুরে ফেলেছে টিম ইন্ডিয়া। তাই ইডেন ম্যাচ নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু টিম ইন্ডিয়ার লক্ষ্য হোয়াইট ওয়াশ। তাই ইডেন ম্যাচ কোনও ভাবেই হালকা ভাবে নিতে রাজি নয় ভারতীয় দল।
তাহলে প্রথম একাদশে কি বদল আসবে ? এই প্রশ্নের উত্তরে ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, ‘এটা তরুণ দল এবং খেলেয়াড়রা খুব বেশি ক্রিকেট খেলেনি। ওদের ম্যাচে সুযোগ পাওয়া অবং সময় কাটানোটা জরুরি। পরের ম্যাচে কী করব না করব সেটা নিয়ে এখনই ভাবার সময় আসেনি। ভারতীয় দলের স্বার্থে আমরা সেরাটাই বাছব। যারা এখন খেলছে, তাদের ঠিকভাবে দেখভাল করা উচত আমাদের।’
রোহিত শর্মার সংযোজন, ‘ওরা (যারা বেঞ্চে রয়েছেন) যে খুব বেশি ক্রিকেট খেলেনি এটা সত্যিই। যারা এখনও অবধি দলে সুযোগ পাননি তাদের সময়ও আসবে। এখনও (অদূর ভবিষ্যতে) প্রচুর টি-টোয়ন্টি ম্যাচ বাকি রয়েছে।’
click and follow Indiaherald WhatsApp channel