গোটা টুর্নামেন্টে এক স্থানটি দখল রাখার লড়াই চলেছে ২ টি দলের মধ্যে। কিন্তু আইএসএলে(ISL) স্বপ্নভঙ্গ এটিকে মোহনবাগানের। ফাইনালে এগিয়ে গিয়েও সেই মুম্বই সিটি এফসির (Mumbai City FC) কাছেই আবার হার এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan)। তবে এটিকে মোহনবাগানের ঘরে এল দুটি ব্যক্তিগত পুরস্কার। প্রতিযোগিতার সেরা ফুটবলার হলেন রয় কৃষ্ণ এবং সেরা গোলরক্ষক হলেন অরিন্দম ভট্টাচার্য। কৃষ্ণর প্রতিযোগিতা সেরা হওয়াটা বাগানপ্রেমীদের খুশি করবে। ২৩ ম্যাচে মোট ১৪টি গোল করেছেন তিনি। গোলদাতাদের তালিকায় তিনি এফসি গোয়ার ইগর আঙ্গুলোর সঙ্গে যুগ্ম ভাবে শীর্ষে। অ্যাসিস্ট, অর্থাৎ গোল করানোর ক্ষেত্রেও শীর্ষে কৃষ্ণ। তিনি মোট ৮টি গোলের পাস বাড়িয়েছেন। এই তালিকাতেও তিনি যুগ্ম ভাবে শীর্ষে। সঙ্গে রয়েছেন এফসি গোয়ার অ্যালবার্তো নগুয়েরা।

প্রসঙ্গত, ফাইনালটা আক্রমণাত্মক মেজাজে শুরু করেছিলেন রয় কৃষ্ণরা। পাল্টা আক্রমণ শানাচ্ছিল মুম্বইও। ফলে ম্যাচটা বেশ উপভোগ্য হয়ে ওঠেছিল। ১৮ মিনিটের উইলিয়ামসের গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। রয় কৃষ্ণার পাস থেকে দূরন্ত শটে গোল করেন তিনি। সেই ব্যবধান অবশ্য ধরে রাখা যায়নি। মুম্বই নয়, প্রথমার্ধের ২৯ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন তিরি। ম্যাচে সমতা ফেরার পর দু'দলই কিন্তু গোল করার মতো জায়গায় পৌঁছে গিয়েছিল। কিন্ত কাজের কাজটি করতে পারেনি কোন দলই। এদিকে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে শুভাশিস বসুর সঙ্গে ধাক্কা লেগে মাথায় চোট পান মুম্বইয়ের অমেয় রানাওয়াডে। তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়, বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে।

మరింత సమాచారం తెలుసుకోండి: