এবার করোনা আক্রান্ত হলেন টলিউড অভিনেত্রী র্যাচেল হোয়াইট। শনিবার নিজেই সোশ্যাল মিডিয়ায় এ কথা জানান টলিউড অভিনেত্রী। তিনি লেখেন, ''আমার কোভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ। আমি হোম কোয়ারেন্টাইনে রয়েছি। আমার জন্য প্রার্থনা করুন, যাতে আমি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি।'' মডেল, অভিনেত্রী র্যাচেল হোয়াইটের করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া মাত্রই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দেব, রুক্মিণী মৈত্র সহ অন্যান্যরা। প্রসঙ্গত, বলিউড ও টলিউড উভয় ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কাজ করেছেন র্যাচেল। 'উঙ্গলি' ছবিতে ইমরান হাশমির বিপরীতে প্রথম অভিনয় করেন র্যাচেল হোয়াইট।
View this post on InstagramKeep pressing the space bar, but I’m still on earth ! 👅 @arpitr93 @snehavermamakeup
click and follow Indiaherald WhatsApp channel