দ্বিতীয় কোয়ালিফায়ারে একবার জীবনদান পেয়েছিলেন শুভমন গিল (Subhman Gill)। তারপর মাত্র ৬০ বলে ১২৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন। ফাইনালেও মাত্র ২ রানের মাথায় দীপক চাহারের ভুলে জীবনদান পেয়েছিলন গিল। মনে হচ্ছিল, ফাইনালেও বড় একটা ইনিংস আসতে চলেছে। কিন্তু প্রতিপক্ষে যখন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), তখন সব দিন এক যায় না। আবারও 'ধোনি ম্যাজিক' দেখল ক্রিকেট বিশ্ব। ৩০ রানেই শেষ হয় গিলের ইনিংস। বিদ্যুৎ গতিতে চোখের পলক ফেলার আগেই উইকেটে আলো জ্বলে গেল। আউট – শুভমন গিল।

কিন্তু এবারের আইপিএল ভারতকে দিল নতুন গিলকে উপহার দিল। সত্যি তো তাঁর এক একটা ইনিংস এখনও যেনম চোখের সামনে ভাসছে। হয়তো ফাইনালের হারে শেষ হাসি হাসা হলো না। কিন্তু ব্যক্তিগত ক্যারিশমায় তিনিই সেরা এবারের আইপিএলে। আইপিএল-এর এক মরশুমে সর্বকালীন দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন তিনি। এ বারের প্রতিযোগিতায় ১৭টি ম্যাচে ৮৯০ রান করেছেন তিনি। ৫৯.৩৩ গড় ও ১৫৭.৮০ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন শুভমন। এ বারের আইপিএলে সব থেকে বেশি চারও মেরেছেন শুভমন। ৮৫টি চার মেরে সেই পুরস্কারও পেয়েছেন তিনি।

এই মরসুমের ‘গেম চেঞ্জারের’ পুরস্কারও পেয়েছেন তিনি। সেই সঙ্গে প্রতিযোগিতার সব থেকে মূল্যবান ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন গুজরাতের এই ব্যাটার। প্রতিটি পুরস্কারের জন্য ১০ লক্ষ টাকা করে মোট ৪০ লক্ষ টাকা পেয়েছেন শুভমন। ম্যাচ শেষে গিল বলেন, 'আমার জন্য আইপিএল সেরা হওয়াটা বড় বিষয়। এটার মানে আমার কঠোর পরিশ্রম আমাকে সঠিক দিকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা ফাইনাল জিততে পারিনি। তবে ম্যাচটা দুর্দান্ত ছিল।'

অন্যদিকে, আইপিএলের বেগনি টুপি পেয়েছেন মহম্মদ শামি। গুজরাতের টাইটান্সের অন্যতম ভরসার নাম ১৭ ম্যাচ খেলে পেয়েছেন ২৮টি উইকেট। ওভার প্রতি ৮.০৩ রান দিয়েছেন শামি। নতুন বলে দলকে বেশ কিছু গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছেন শামি। তিনিও পেয়েছেন ১০ লক্ষ টাকা।

మరింత సమాచారం తెలుసుకోండి: