বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর বান্দ্রার বাড়ি থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুশান্ত সিংহ রাজপুতের বাড়ির পরিচারক থানায় ফোন করে খবর দেন। তার পরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সেখানে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। তিনি আত্মহত্যা করেছেন বলেই প্রাথমিক ভাবে অনুমান পুলিশের। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। তদন্ত চলছে।

অন্যদিকে, সুশান্ত মামলায়, মাদককাণ্ড নিয়ে হুলুস্থুল চলছে। বিশেষ করে, সম্প্রতি NCB-র জেরায় রিয়া চক্রবর্তী, সারা আলি খানের নাম নিয়েছে বলে খবর প্রকাশের পর এই মামলা নতুন মোড় নিয়েছে। তবে সুশান্তের গাড়ির প্রাক্তন চালক ধীরেন্দ্র যাদবের মন্তব্যে উঠে এল বেশকিছু তথ্য। কী বললেন ধীরেন্দ্র যাদব? গাড়ির চালক ধীরেন্দ্র যাদবের কথায়, ''আমি ২০১৮ র অক্টোবর থেকে ২০১৯-এর এপ্রিল পর্যন্ত কাজ করেছি। সুশান্ত স্যারের সঙ্গে সারা আলি খানের ভীষণ ভালো বন্ধুত্ব ছিল। ওনারা কেদরনাথের প্রচারে একসঙ্গে বিগবস ও অন্যান্য জায়গায় একই গাড়িতে যেতেন, তবে সারা কোনওদিনই স্যারের বাড়িতে আসেননি।''

মাদক প্রসঙ্গে সুশান্ত-সারার বিষয়ে গাড়ির চালক বলেন, ''আমি কখনও ওনাদের মাদক নিতে দেখিনি। উনি (সুশান্ত) শৃঙ্খলার মধ্যে চলতেন। আমি বহুদিন ওনার সঙ্গে দুপুরের খাবার, রাতের খাবার খেয়েছি। মাদক নিতে বা অবসাদে থাকতে দেখিনি। উনি ক্রিকেট খেলতেন, সাঁতার কাটতেন, টেনিস খেলতেন। স্যারের সঙ্গে ওনার পরিবারের সম্পর্কও বেশ ভালো ছিল। আমি কাজ ছাড়ার পর রিয়া ওনার জীবনে আসেন।'' 

Find out more: