রবিবার মোদী তাঁর রেডিয়ো অনুষ্ঠান 'মন কী বাত'-এ শ্রদ্ধার্ঘ্য জানালেন ধ্যানচাঁদকে। ধ্যানচাঁদের ১১৬ তম জন্মবার্ষিকী আজ। ফি-বছর ধ্যানচাঁদের জন্মদিন দেশে ক্রীড়া দিবস হিসেবেই পালিত হয়। মোদী বলেন, "মেজর ধ্যনচাঁদ হকিতে ভারতীয় ক্রীড়াকে প্রতিষ্ঠিত করেছিলেন। আমরা হয়তো অনেক পদক জিতেছি, কিন্তু ভারত সবসময় হকিতে পদকের কামনাই করে এসেছে। ধ্য়ানচাঁদ সেই রাস্তা আমাদের দেখিয়েছেন। সেটাই আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এই মোমেন্টাম হারালে চলবে না। স্পোর্টসের দিকটা এগিয়ে নিয়ে যেতে হবে।" মোদী আরও বলেন, "আমাদের স্পোর্টসে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীমূলক মানসিকতা রাখতে হবে। এটা সকলের অবদানেই সম্ভব। তবেই ভারত অন্য উচ্চতায় পৌঁছাবে।"

অলিম্পিক্সে সাফল্যের পর যে উৎসাহ দেখা গিয়েছে, সেটা ধরে রাখার কথাও বলেছেন মোদী। তিনি বলেন, “খেলার প্রতি আগ্রহ যেন না কমে। গ্রামে, শহরাঞ্চলে, শহরে, সব জায়গায় খেলার মাঠ যেন ভরে থাকে। অংশগ্রহণের মাধ্যমেই খেলার জগতে আরও উন্নতি করতে পারবে ভারত।” টোকিয়ো প্যারালিম্পিক্সে ভাবিনাবেন পাটেলের রুপো জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। টুইট করে তিনি লেখেন, ‘ভাবিনা পাটেল ইতিহাস গড়েছেন। ঐতিহাসিক রুপোর পদক ঘরে নিয়ে এসেছেন তিনি। তাঁর জীবন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।’  টোকিয়ো প্যারালিম্পিক্সে ভাবিনাবেন পাটেলের রুপো জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। টুইট করে তিনি লেখেন, ‘ভাবিনা পাটেল ইতিহাস গড়েছেন। ঐতিহাসিক রুপোর পদক ঘরে নিয়ে এসেছেন তিনি। তাঁর জীবন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।’

మరింత సమాచారం తెలుసుకోండి: