অলিম্পিক্সে সাফল্যের পর যে উৎসাহ দেখা গিয়েছে, সেটা ধরে রাখার কথাও বলেছেন মোদী। তিনি বলেন, “খেলার প্রতি আগ্রহ যেন না কমে। গ্রামে, শহরাঞ্চলে, শহরে, সব জায়গায় খেলার মাঠ যেন ভরে থাকে। অংশগ্রহণের মাধ্যমেই খেলার জগতে আরও উন্নতি করতে পারবে ভারত।” টোকিয়ো প্যারালিম্পিক্সে ভাবিনাবেন পাটেলের রুপো জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। টুইট করে তিনি লেখেন, ‘ভাবিনা পাটেল ইতিহাস গড়েছেন। ঐতিহাসিক রুপোর পদক ঘরে নিয়ে এসেছেন তিনি। তাঁর জীবন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।’ টোকিয়ো প্যারালিম্পিক্সে ভাবিনাবেন পাটেলের রুপো জয়ের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। টুইট করে তিনি লেখেন, ‘ভাবিনা পাটেল ইতিহাস গড়েছেন। ঐতিহাসিক রুপোর পদক ঘরে নিয়ে এসেছেন তিনি। তাঁর জীবন অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে।’
click and follow Indiaherald WhatsApp channel