করোনাকালের পরে ২০২১সালে বড়পর্দায় মুক্তি পেয়েছিল রাজা চন্দ পরিচালিত ছবি ম্যাজিক।সেই ছবিতেই প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটিকে। আরও একবার রূপোলি পর্দায় ফিরছে টলিপাড়ার জনপ্রিয় এই কাপল।নববর্ষে মুক্তির অপেক্ষায় প্রেমেন্দু বিকাশ চাকির ছবি লাভ ম্যারেজ।ছবির গল্পে অঙ্কুশ ও ঐন্দ্রিলা একে অপরকে পছন্দ করেন।বিয়েও করতে চান তাঁরা।কিন্তু পাত্রর বাবা(রঞ্জিৎ মল্লিক)র লাভ ম্যারেজ মোটেও পছন্দ নয়।তিনি চান পাত্রী দেখে তিনি ছেলের বিয়ে দেবেন।যে মেয়ে সংসারের সবদিক খেয়াল রাখবে।অসুস্থ ঠাকুমার(সোহাগ সেন) যত্ন নেবে। এদিকে অঙ্কুশ ও ঐন্দ্রিলা এমন প্ল্যান করে যাতে দুজনের বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজের মতোই হয়।এদিকে পাত্রী দেখতে গিয়ে পাত্রের বাবা তো ফিদা।কারণ,পাত্রী দারুণ সুন্দরী।ছেলের জন্য ঐন্দ্রিলাকে তার খুবই পছন্দ।কিন্তু পাত্রীর মা ?ছবিতে ঐন্দ্রিলার মায়ের ভূমিকায় অভিনয় করছেন অপরাজিতা আঢ্য। তাঁকে আগে থেকেই চিনতেন পাত্রর বাবা।পাত্রীর মাকে একপলক দেখেই তাঁর মনের মধ্যে বাজতে শুরু করল পুরনো সেই দিনের কথা।দীর্ঘ ২০বছর পর ফিরল পুরনো প্রেম। লাভস্টোরির কিন্তু এখানেই শেষ নয়।রাস্তা ঘাটে,শপিং মলে,সিনেমা হলে একসঙ্গে দেখা মিলল কপোত-কপোতীর।একদিন বিয়ে করারও সিদ্ধান্ত নিল তাঁরা।বাবা ও মায়ের বিয়ের শোরগোলে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়েও এবার বিশ বাও জলে।কিন্তু কি ভাবে শুধু চার হাত নয়,আট হাত এক হল,সেই গল্প দেখার জন্য নববর্ষে দেখতে হবে লাভ ম্যারেজ।
click and follow Indiaherald WhatsApp channel