ছবিতে আবারও জুটি বাঁধছেন বনি সেনগুপ্ত-কৌশানী মুখোপাধ্যায়। পরিচালকের আসনে সায়ন বসুচৌধুরী। প্রকাশ্যে এসেছে ছবিতে বনি-কৌশানির ফার্স্ট লুক। হলুদ টি শার্ট-কালো জিনস, হাতে পিস্তল নিয়ে দেখা মিলেছে বনির। হলকা গোলাপী সালোয়ার-কামিজে সাদামাটা লুকে, চোখেমুখে একরাশ ভয় নিয়ে ধরা দিয়েছেন কৌশানি। ছবিতে বনির চরিত্রের নাম অর্ক। কৌশানির চরিত্রের নাম প্রিয়াঙ্কা। ছবির গল্পটা ঠিক কেমন? রাতের শহর, ফাঁকা রেলস্টেশন। শেষ ট্রেন মিস করে প্রিয়াঙ্কা। ফাঁকা রেলস্টেশন কাকতালীয়ভাবে তাঁর সঙ্গে দেখা হয় অর্কর। গল্পের নায়িকাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে রাজি হয় সে। কিন্তু সেই রাতই দুঃস্বপ্নের মতো হয়ে ওঠেন দু'জনের কাছে। ইঁদুর-বিড়ালের দৌড়ের মতো তাঁদের তাড়া করে এক খুনি। নেতিবাচক এই চরিত্রে অভিনয় করবেন হৃষী রাজ। অপরাধীর হাত থেকে বাঁচার জন্য কীভাবে লড়াই করবেন তাঁরা? সেই গল্পই ফুটে উঠবে এই ছবিতে।

অন্যদিকে, ইসকন (ISKCON) মন্দির প্রাঙ্গনে তখন প্রায় ২৫ হাজার মানুষের জমায়েত। 'কলকাতা চলন্তিকা'র নামে তৈরি মিষ্টি দিয়ে হল জগন্নাথের পুজো। পরে সেই মিষ্টিই বিতরণ করা হল ভক্তদের মধ্যে। শনিবার উল্টোরথের দিন এভাবেই ছবির প্রচার শুরু করল টিম 'কলকাতা চলন্তিকা' (Kolkata Chalantika)। শনিবার ছবির প্রচারে দেখা গেল অভিনেতা সৌরভ দাস, পরিচালক পাভেল, 'বং গাই' কিরণ দত্ত,  প্রযোজক শতদ্রু চক্রবর্তী এবং শতাব্দী চক্রবর্তী। এরা প্রত্যেককেই ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করেন এবং পরে রথ টানেন। তাঁদের সঙ্গে রথের রশিতে টান দেন প্রায় কয়েক হাজার মানুষ।  শহরের রাস্তায় এই মানুষের ঢল আরও একবার প্রমাণ করল কলকাতা কখনও থামতে শেখেনি! নানা অঘটনে তাঁর চলার গতি সাময়িক থমকেছে। তবে তারপর শহর আবার যে কে সেই। প্রসঙ্গত, পোস্তা সেতু ভেঙে পড়ার নেপথ্য কাহিনি নিয়ে তৈরি পাভেলের এই ছবি। যা মুক্তিপাবে আগামী ২৬ অগস্ট। 'কলকাতা চলন্তিকা' ছবির পোস্টার মুক্তি পেয়েছিল আগেই। যেখানে ধরা পড়েছিল ধরা পরেছিল ফ্লাইওভার ভেঙে পরা, কলকাতা শহরের এক বিবর্ণ চিত্র। পরিচালক পাভেল বলেন 'ছবির গল্পে শহর কলকাতার তিন দিনের জীবন উঠে আসবে।

మరింత సమాచారం తెలుసుకోండి: