অযোধ্যাতে মুসলিমদের মসজিদ তৈরির জন্য বিকল্প ৫ একর জমি দেওয়া হয়েছে, কিন্তু সেই জমিতে মসজিদ তৈরির থেকেও স্কুল তৈরির প্রয়োজনীয়তা দেখছেন সলমনের বাবা সেলিম খান। তাঁর মতে, মসজিদের প্রয়োজন নেই মুসলিমদের। তার বদলে ওই জমিতে স্কুল অথবা কলেজ তৈরি হলে অনেক সমস্যা মিটবে।
অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টের রায়ে নিয়ে ইতিমধ্যেই নিজেদের মতামত জানিয়েছেন মায়ানগরীর তারকারা। তাতে নয়া সংযোজন সেলিম খান। শনিবার সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘ইসলামে ভালবাসা এবং ক্ষমার কথা বলা হয়েছে। এত দিনে অযোধ্যা বিতর্কে ইতি পড়ল । এ বার ওই দুই নীতি মেনেই চলতে হবে। অতীত আঁকড়ে পড়ে থেকে লাভ নেই। বরং পুরনো সব কিছু ভুলে এগিয়ে যেতে হবে।’’
মসজিদের বাইরে ভারতীয় মুসলিমদের আরও অনেক সমস্যা রয়েছে, সেগুলি নিয়ে এবার ভাবতে হবে বলেও মনে করেন সেলিম খান। তাঁর কথায়, ‘‘অযোধ্যা বিতর্ক নিয়ে আর কোনও আলোচনারই দরকার নেই। তার চেয়ে দৈনন্দিন জীবনের সমস্যাগুলির সমাধানের চেষ্টা করা উচিত। আমাদের ভাল স্কুল ও হাসপাতালের প্রয়োজন। ওই পাঁচ একর জমিতে কলেজের নির্মাণ হোক। কারণ আমাদের মসজিদের প্রয়োজন নেই। নমাজ তো যেখানে খুশি পড়া যায়। ট্রেনে, বিমানে, মাটিতে, যে কোনও জায়গায় নমাজ পড়তে পারি আমরা। বরং ভাল স্কুলের প্রয়োজন আমাদের। দেশের ২২ কোটি মুসলামনের ভাল শিক্ষার প্রয়োজন। তাহলেই অনেক সমস্যা দূর হবে।’’
মন্দির-মসজিদ বিতর্ক আঁকড়ে পড়ে না থেকে, ভবিষ্যতের কথা ভেবেই শান্তিপূর্ণ পরিবেশ কায়েম রাখতে সকলকে এগিয়ে আসতে হবে বলেও জানান তিনি।
click and follow Indiaherald WhatsApp channel