এবার করোনার থাবা টেনিস দুনিয়ায়। এবার করোনায় আক্রান্ত হলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জোকোভিচ। এক বিবৃতিতে জোকোভিচ নিজেই জানিয়েছেন তা। জোকারের স্ত্রী এলেনা রিস্টিচও করোনায় আক্রান্ত। নিজের দেশ সার্বিয়ার বেলগ্রেডে নোভাক জোকোভিচের আয়োজিত প্রদর্শনী টুর্নামেন্ট নিয়ে তোলরা় টেনিস বিশ্ব। কারণ, সেখানে খেলতে আসা খেলোয়াড় এবং কোচিং সদস্যরা একের পরে এক করোনায় আক্রান্ত হচ্ছেন। তা নিয়ে রীতিমতো কাঠগড়ায় বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা জোকোভিচ। তিনি নিজেও করোনায় আক্রান্ত কিনা তা নিয়ে আশঙ্কা ছিল। এই প্রতিবেদনের ছবি - সংগৃহীত।
click and follow Indiaherald WhatsApp channel