রবিবার তামিলনাড়ুর কোয়েম্বাটর চেট্টিপলিয়াম অঞ্চলে আয়োজিত জাল্লিকট্টু অনুষ্ঠানে বিভিন্ন রাজ্যের এক হাজারেরও বেশি ষাঁড় অংশ নিয়েছিল। এই অনুষ্ঠানের জন্য বিস্তৃত সুরক্ষার ব্যবস্থা করা হয়েছিল।
তামিলনাড়ুর রাজ্য সরকার এবং জল্লিকট্টু পেরেভাই দ্বারা পরিচালিত হয়। এদিনের এই অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য থেকে এক হাজারের বেশি ষাড় এই খেলায় অংশগ্রহণ করে।
২০১৪ সালে সুপ্রিম কোর্ট ভারতের প্রাণী কল্যাণ বোর্ড এবং প্রাণীজগতের নৈতিক চিকিত্সার পক্ষের একটি পিটিশন দায়ের করার পরে জল্লিকট্টুকে নিষিদ্ধ করেছিল কিন্তু রাজ্য সরকার জোর করে বলেছিল যে জল্লিকাট্টু তার সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অঙ্গ ছিল এবং পরিচয়। পরে দফায় দফায় রাজ্য জুড়ে বিক্ষোভের পরে আইনটি সংশোধন করে ২০১৭ সালের জানুয়ারিতে। জাল্লিকট্টু অনুষ্ঠানে ১ হাজারের বেশি ষাঁড়ের অংশগ্রহণ !
click and follow Indiaherald WhatsApp channel