কানাইয়া কুমারের পর ছাত্রনেত্রী হিসাবে এই মহুর্তে সবচেয়ে জনপ্রিয় ছাত্র নেত্রী হলেন ঐশী ঘোষ । তাঁর উপর হামলা নিয়ে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল। তিনি বর্তমানে ভারতের বিভিন্ন প্রান্তে সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি-র বিরুদ্ধে জনসভা ও মিছিল করছেন । বঙ্গ সন্তান ঐশী ঘোষ জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী । পশ্চিমবাংলার দূর্গাপুরে তাঁর বাড়ি । কিন্ত সমগ্র দেশে ঐশী ঘোষের জনপ্রিয়তা যখন তুঙ্গে ঠিক তখনই নিজ ভূমেই তাঁর মিছিলের অনুমতি দিল না রাজ্য প্রশাসন ।সূত্রের খবর, দুর্গাপুরের আশিস মার্কেট থেকে চন্ডীদাস বাজার পর্যন্ত সিএএ ও এনআরসি বিরোধী মিছিল করার অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু আশিস মার্কেটের কাছেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল থাকায় ঐশীদের র‌্যালির অনুমতি দেয়নি পুলিশ।

বাংলার কন্যাকে এভাবে মিছিল করতে অনুমতি না দেওয়ায় সমগ্র দেশজুড়ে সমালোচনার ঝড় বয়ে গেছে । মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সিএএ ও এনআরসির বিরোধী । তিনি নিজে বিভিন্ন সভা থেকে বিজেপিকে আক্রমণ করছেন । অথচ একই ইস্যুতে বিরোধীরা যখন সভা করার অনুমতি পায়নি কেন তা নিয়ে বিরোধী দল বাম-কংগ্রেস প্রশ্ন তুলেছে ।

మరింత సమాచారం తెలుసుకోండి: