রোমান্টিক হিরোর ভূমিকা থেকে বেরিয়ে এবার একটু অন্য ধারার ছবি করতে চান। একথা
অনেকদিন ধরেই বলছিলেন। অবশেষে সেই ইচ্ছে পূরণ হচে চলেছে অঙ্কুশের। এসভিএফ থেকে
বেরিয়ে অন্য প্রোয়োজনা সংস্থার সঙ্গে একটি নতুন ছবি করতে চলেছেন অঙ্কুশ। যে ছবির
নাম ‘ভয়’। রাজা চন্দ পরিচালিত এই
ছবিতে অঙ্কুশের বিপরীতে দেখা যাবে নুসরত ফারিহাকে। এই ছবিতে অঙ্কুশ একজন সফল
সাঁতারুর কোচের ভূমিকায় দেখা যাবে। তাঁর প্রশিক্ষণে তাঁর ছাত্র-ছাত্রীরা
দেশ-বিদেশে সফলতা পাবে এটাই অঙ্কুশের ইচ্ছে। কিন্তু তাঁর বোন অটিজমের শিকার। আর
বোনের শিক্ষিকা নুসরত ফারিহা। কিন্তু অঙ্কুশ এক অজানা ভয়ের শিকার হয়। সেখান থেকে
কীভাবে বেরিয়ে আসবে সেই নিয়েই এই ছবি। সেপ্টেম্বরে শুরু হবে ছবির শ্যুটিং।
অঙ্কুশের পরের ছবি বাবা যাদবের পরিচালনায় একটি হরর ছবি।
অন্যদিকে, নব্বই দশকে মহারাষ্ট্রে এক মা ও তাঁর দুই মেয়ে একে একে ১৩টি শিশুকে অপহরণ করে। যার মধ্যে ৯টি শিশুকে তারা নৃশংস ভাবে খুন করে। যা সেই সময় হইচই ফেলে দিয়েছিল। সেই বাস্তব ঘটনাকেই কেন্দ্র করে একটি সাইকোলজিক্যল থ্রিলার এবার ওয়েব প্ল্যাটফর্মে ক্যামেরাবন্দি করতে চলেছেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। অভিনয়ে রয়েছেন, মাহি গিল, রাগিনী খান্না এবং সায়নী গুপ্ত। ছোটদের হিন্দি ছড়ার প্রথম দু’টি শব্দবন্ধ ছবির নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। নিমিশা মিশ্রের লেখা চিত্রনাট্যে এমন অনেক মুহূর্ত রয়েছে, যা শিল্পীদের পক্ষেও কষ্টসাধ্য ছিল। সেটে শ্যুট করতে গিয়ে রাগিনী বেশ কয়েকবার ব্রেক ডাউন হয়েছিলেন বলেই খবর। একেবারে না চেনা লুকে দেখা যাবে এই তিন অভিনেত্রী। সুমন মুখোপাধ্যায়ের এই নতুন ওয়েব ছবির নাম – ‘পোশম পা’।
click and follow Indiaherald WhatsApp channel