সোশ্যাল মিডিয়াতে তিনি প্রথম থেকেই একটিভ। প্রায় কিছু না কিছু পোস্ট করতে দেখা যায় তাঁকে। এমনকি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তিনি প্রথম জানিয়েছিলেন যে তিনি ক্যান্সারে আক্রান্ত। সোশ্যাল মিডিয়াতেই তিনি আপডেট দিতেন, কেমন আছেন, কী করছেন ৷ এমনকী সোশ্যাল মিডিয়াতেই তিনি লিখতেন তাঁর জীবনের প্রত্যেকটি ঘটনার গল্প ৷ ক্যানসার আক্রান্ত ইরফান খান এবার সোশ্যাল মিডিয়াতেই জানিয়ে দিলেন, ‘ফিরে আসছি।
বিষয়টা একটু স্পষ্ট করেই বলা যাক। চিকিৎসার জন্য সিনেমার পর্দা থেকে লম্বা বিরতি নিয়েছিলেন ইরফান খান ৷ আর এবার চিকিৎসা থেকে ব্রেক নিয়েই ফিরছেন সিনেমায় ৷ আর সে খবরটাই জানালেন একেবারে নিজের কায়দায় ৷
ইরফানের এই লড়াইটা খুব সহজ ছিল না। তাঁর সঙ্গে লড়াইয়ে সামিল ছিলেন পরিবারও। সে প্রসঙ্গেই মুখ খুলেছেন ইরফানের স্ত্রী সুতপা শিকদার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই লড়াইয়ের দিনের জার্নি শেয়ার করেছেন তিনি।
সুতাপা লিখেছেন, ‘গত বছরটা ছিল আমাদের জীবনের দীর্ঘতম বছর। যন্ত্রণা এবং আশা নিয়ে এক সঙ্গে সময় কাটে না। আমরা সবে জীবনে ফিরেছি। কাজে ফিরেছি। আর সারা পৃথিবী থেকে বন্ধুরা, আত্মীয়রা প্রার্থনা, শুভ কামনা জানিয়েছেন। শক্তি দিয়েছেন।… এটা অবিশ্বাস্য। এই প্রার্থনা আমাকে শক্তি দিয়েছে। এমন অনেকে রয়েছেন, যাঁদের নামও জানি না, কিন্তু ঈশ্বরের মতো কাজ করেছেন। আলাদা করে সকলকে হয়তো উত্তর দিতে পারছি না। কিন্তু আপনারা আমাদের জীবনে যে কতটা, তা আমি জানি…।’
প্রকাশ্যে এসেছে ইরফান খান, করিনা কাপুর, ডিম্পল কাপাডিয়া অভিনীত ছবি ‘ইংরেজি মিডিয়াম’-এর ফার্স্টলুক ৷ আর ট্যুইটারে এই ফার্স্টলুক শেয়ার করেই ইরফান লিখলেন, ‘ফিরছি আমি...সঙ্গে মিস্টার চম্পকজি ৷ ফের সবাইকে এন্টারটেন করতে ফিরছি...’
click and follow Indiaherald WhatsApp channel