সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের সংঘাত নতুন কোন ঘটনা নয়, এমন দৃশ্য এর আগেও বহুবার দেখা গেছে। এইবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা চলাকালীন ট্রাম্প ও ইমরানের পার্শ্ববৈঠকে এমনই দৃশ্য আবারও দেখা গেলো। পাক প্রধানমন্ত্রীর সামনেই মার্কিন প্রেসিডেন্ট নিশানা করলেন পাকিস্তানি সাংবাদিকদের।
সোমবার রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার মাঝেই পার্শ্ববৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পাক প্রধানমন্ত্রী ইমরান খান। কাশ্মীর ইস্যু, আফগানিস্তানে শান্তি প্রক্রিয়া-সহ নানা বিষয়ে আলোচনা হয় দুই রাষ্ট্রনেতার মধ্যে। পরে যৌথ সাংবাদিক বৈঠকে পাক সাংবাদিকদের প্রশ্নে দৃশ্যতই ক্ষিপ্ত হয়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট।
আসল ঘটনা হল পাকিস্তানি সাংবাদিক কাশ্মীর পরিস্থিতি নিয়ে ট্রাম্পকে প্রশ্ন করেন। তখনই ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইশারায় ইমরান খানকে দেখিয়ে তিনি সাংবাদিককে জিজ্ঞাসা করেন, ‘‘আপনি কি এঁর দলে? বিবৃতি দিচ্ছেন, কোনও প্রশ্ন করছেন না।’’ ট্রাম্পের এমন প্রতিক্রিয়ার পরেও অবশ্য থামেননি ওই পাক সাংবাদিক। কাশ্মীরে ‘মানবাধিকার লঙ্ঘন’-এর অভিযোগ তুলে ট্রাম্পকে মন্তব্য করতে চাপ দিতে থাকেন তিনি। আর তাতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন ট্রাম্প। ইমরান খানের দিকে ঘুরে তিনি প্রশ্ন করেন, ‘‘এই সব সাংবাদিকদের কোথায় পান?’’
সংবাদ মাধ্যম নিয়ে ট্রাম্পের এমন কড়া প্রতিক্রিয়া নতুন নয়। তাঁর অভিযোগ ‘‘ডেমোক্র্যাটরা নয়, আমাদের প্রকৃত শত্রু ভুয়ো খবর প্রচারকারী সংবাদমাধ্যম।’’
click and follow Indiaherald WhatsApp channel