* ২০১৮ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৮৭ রানে অল-আউট হয়েও ভারত টেস্ট জিতেছিল ৬৩ রানে।
* ২০০৬ সালে কিংস্টোনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২০০ রানে অল-আউট হয়ে ভারত টেস্ট জেতে ৪৯ রানে।
* ২০০১ সালে ইডেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৭৪ রানে পিছিয়ে পড়েও টেস্ট জেতে ভারত।
* ১৯৮১ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৮২ রানে পিছিয়ে পড়েও টেস্ট জিতেছে টিম ইন্ডিয়া।
* ১৯৭৬ সালে পোর্ট অফ স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩১ রানে পিছিয়ে পড়ে টেস্ট জেতে ভারত।
* ২০০৪ সালে মুম্বইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৯ রানে পিছিয়ে পড়েও টেস্ট জেতে টিম ইন্ডিয়া।
প্রসঙ্গত, টিম ইন্ডিয়ার ওভাল টেস্ট জয় নিয়ে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় টুইটারে লেখেন, ‘দারুণ জয়। দুই দলের স্কিলে পার্থক্য রয়েছে কিন্তু আসল পার্থক্য হচ্ছে চাপ নেওয়ার ক্ষমতায়। বাকিদের থেকে অনেক এগিয়ে ভারতীয় ক্রিকেট।’
click and follow Indiaherald WhatsApp channel