পুলিশের সঙ্গে খেলা শেষ । ধরা পড়ে গেল ১৯৯৩ সালের মুম্বই হামলার কুখ্যাত চক্রী জলিস আনসারি ওরফে ‘ডক্টর বম্ব’।উত্তরপ্রদেশ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এ দিন তাঁকে কানপুরের এক মসজিদের সামনে থেকে ধরে ফেলে। পুলিশের দাবি, নেপাল হয়ে দেশ ছাড়ার পরিকল্পনা ছিল জলিসের।
সম্প্রতি ২১ দিনের প্যারলে ছাড়া পেয়েছিলেন এই অপরাধী। পুলিশের নির্দেশ অনুযায়ী, দক্ষিণ মুম্বইয়ের এগরিপাড়া এলাকার বাসিন্দা রোজই স্থানীয় পুলিশ স্টেশনে হাজিরা দিচ্ছিলেন। শুক্রবার তাঁর আত্মসমর্পণ করার কথা ছিল। তার আগেই বৃহস্পতিবার গা ঢাকা দেন জলিস। তাঁকে হয়ে হন্যে খুঁজতে শুরু করে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। সতর্ক করা হয় অন্যান্য রাজ্যের পুলিশকেও।
শুক্রবার উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষকর্তা ওপি সিংহ বলেন, ‘‘কানপুরের একটা মসজিদ থেকে বেরোনোর সময়ে জলিস ধরা পড়েছে। সে লখনউ রওনা হচ্ছিল। জলিসকে ধরা উত্তরপ্রদেশ পুলিশের বড় কৃতিত্ব।’’ উত্তর প্রদেশেরই সন্ত কবীর নগরে জলিসের আদি বাড়ি। গা ঢাকা দিতে সেখানেই এসেছিলেন তিনি। পুলিশের অনুমান নেপাল হয়ে দেশ ছাড়ার পরিকল্পনা ছিল তাঁর।
click and follow Indiaherald WhatsApp channel