
অন্যদিকে, শুরু করেননি তিনি, কিন্তু শেষ দেখেই ছাড়বেন…উত্তাল বলিউডে ফের টুইট হুঁশিয়ারি অভিনেত্রী কঙ্গনা রানাউতের। পাশাপাশি, অফিস ভাঙার প্রসঙ্গ টেনে বৃহন্মুম্বই পুরসভাকে তাঁর তোপ, “এটা ধর্ষণ। আমার স্বপ্নের, আমার সাহসের, আমার আত্মসম্মানের এবং আমার ভবিষ্যতের।’’ থেমে থাকেননি ঊর্মিলাও। বৃহস্পতিবার গোটা দিন চুপ থাকার পর শুক্রবার পাল্টা দিলেন তিনিও। গত দু'দিন ধরে চলা 'সফ্ট পর্ন অভিনেত্রী' বিতর্কে কঙ্গনা-ঊর্মিলা তরজায় শুক্রবার টুইটারে কঙ্গনা লেখেন, “অনেকে বলেন আমি খুব লড়াকু। তা সত্যি নয়। ঝামেলা আমি শুরু করিনি। যদি তা প্রমাণ করতে পারেন তবে টুইটার ছেড়ে দেব। তবে হ্যাঁ, ঝামেলা যখন শুরু হয়েছেই তবে শেষ করব আমি। ভগবান কৃষ্ণ বলেছেন, যদি কেউ যুদ্ধে আমন্ত্রণ জানায় তবে তা অগ্রাহ্য করা অনুচিত।’’ অন্যদিকে বলিউডের বেশিরভাগকে পাশে পাওয়া ঊর্মিলা এ দিন টুইটারে লেখেন, "ভারতের আসল মুখদের ধন্যবাদ। ধন্যবাদ পক্ষপাতহীন সংবাদমাধ্যমকে। ফেক আইটি সেলের বিরুদ্ধে এই জয় তোমাদের। আমি অভিভূত"।