অন্যদিকে, যতই তিনি সুশান্তের পরিবারের পাশে দাঁড়ান না কেন, নেট দুনিয়ায় ট্রোলিংয়ের হাত থেকে রক্ষা পাওয়া কঠিন। সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে ইনস্টাগ্রামে যা-ই আপলোড করেন, তার নীচে তাঁর চরিত্রহনন শুরু হয়ে যায়। বিশেষ করে, অঙ্কিতার মুখে যদি হাসি থাকে অথবা অঙ্কিতার পাশে যদি তাঁর প্রেমিক থাকেন তা হলে তো আর কথাই নেই। এমনই হল শুক্রবারের ছবিটিতে। হলুদ জামা পরা, গায়ে রোদ মাখা স্নিগ্ধ একটি ছবি পোস্ট করেছেন অঙ্কিতা। মুখে তাঁর মিষ্টি হাসি। সহ্য করতে পারলেন না সুশান্ত অনুগামীরা। দাবি, অঙ্কিতা আর সুশান্তকে নিয়ে চিন্তিত নন। তাঁর ন্যায়ের লড়াইতে অঙ্কিতা আর উৎসাহিত নন। কেউ লিখলেন, ‘আপনি ভুলে গিয়েছেন সুশান্ত স্যারকে।’ কেউ আবার, ‘আপনি যত ইচ্ছে নিজের ছবি দিন। আমরা আপনাকে রোজ সুশান্ত স্যারের কথা মনে করিয়ে যাব।’
click and follow Indiaherald WhatsApp channel