ফের শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। চলতি মাসের ১০ থেকে ১৩ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামিকাল, শনিবার ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হল পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। রোদের তেমন তেজ নেই। বরং দিনভরই আকাশ আংশিক মেঘলা। বছরের এই সময়ে সাধারণত যা তাপমাত্রা থাকে, এখন তার থেকে এখন গরম বেশি। সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি। নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। উত্তরবঙ্গে যখন বৃষ্টি দাপট চলছে, তখন দক্ষিণবঙ্গে এই ভ্য়াপসা গরম থেকে রেহাই মিলবে কবে? আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, রবিবার থেকে কলকাতা-সহ দক্ষিণের বেশ কিছু জেলায় শুরু হবে ভারী বৃষ্টি। বঙ্গোপসাগরের ওপর ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সে কারণে আগামী কয়েক দিন চলবে এই বৃষ্টি। রাজ্যের দুই উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার ভারী বৃষ্টি হতে পারে কলকাতা, উত্তর ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমান। আগামী মঙ্গলবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। বরং আগামি কয়েকদিনের বৃষ্টি পরিমাণ কমবে। বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা ও মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে। সোমবার থেকে ফের বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। ভিন রাজ্যের ক্ষেত্রে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মধ্য মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, তেলেঙ্গানা, কর্ণাটক, কেরল,মাহে, ওড়িশা, কোঙ্কন, গোয়া, গুজরাট, অসম, মেঘালয় এবং অরুনাচল প্রদেশে।

మరింత సమాచారం తెలుసుకోండి: