অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জেতার উৎসব জমে গেল জন্মদিনের উৎসবের আনন্দ। সিডনিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর জন্মদিনের কেক কাটা হল ভারতীয় শিবিরে। তবে খটকা একটি জায়গাতেই। রবিবার জন্মদিন ছিল রবীন্দ্র জাডেজারও। কিন্তু এই কেক কাটার অনুষ্ঠানে দেখা গেল না তাঁকে। শুক্রবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মিচেল স্টার্কের বলে মাথায় চোট পাওয়ার পর জাডেজার কনকাশন হয়। সেই ম্যাচে আর খেলতে পারেননি। গোটা সিরিজ থেকেই তিনি ছিটকে গেছেন। 

অন্যদিকে, সূত্রের খবর, আইসিসি-র কনকাশন নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার মাথায় আঘাত পেলে ৭ থেকে ১০ দিন তিনি মাঠে নেমে ম্যাচে খেলতে পারেননা। আর সেই কারণেই ডিসেম্বরের ১১ তারিখ থেকে তিন দিনের দিন-রাতের ওয়ার্ম আপ ম্যাচ খেলতে পারবেন না রবীন্দ্র জাদেজা। দিন-রাতের ওয়ার্মআপ ম্যাচ না খেলে সরাসরি অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে জাদেজাকে মাঠে নামানোর ঝুঁকিটা নেবেন না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কনকাশনের পাশাপাশি হ্যামস্ট্রিংয়ের চোট রয়েছে রবীন্দ্র জাদেজার। তাই পুরোপুরি সুস্থ হতে বেশ কিছুটা সময় লাগবে বলেও মনে করছেন চিকিৎসকরা। তাই মেলবোর্নে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে আদৌ মাঠে নামতে পারবেন কিনা রবীন্দ্র জাদেজা! নিয়ে প্রশ্ন চিহ্ন থাকছেই। 

మరింత సమాచారం తెలుసుకోండి: