নিজের রাজ্যে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের পাথর তান্ডবে আক্রান্ত হলেন জেএনইউয়ের প্রাক্তন ছাত্রনেতা কানহাইয়া কুমার। অভিযোগ, বিহারের সরণ জেলায় কানহাইয়ার গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে একদল দুষ্কৃতী। সূত্রের খবর, বরাতজোরে কানহাইয়া কুমার বেঁচে গেলেও তাঁর কনভয়ের বেশ কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে তছনছ হয়ে গিয়েছে। বেশ কয়েকজন সিপিআই সমর্থক আহত হয়েছেন বলেও জানা গিয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে,সরণ জেলার চাপড়া-সিওয়ান মেন রোড দিয়ে যাওয়ার সময় কানহাইয়ার কনভয়ে হামলা চালানো হয়। কমপক্ষে ২০-২৫ জন দুষ্কৃতী সিপিআই নেতার গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি পাথর ছোঁড়া শুরু করে। অল্পের জন্য রক্ষা পান কানহাইয়া কুমার। তাঁর বেশ কয়েকজন সমর্থক গুরুতর আহত হন। গুটিকয়েক গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।  এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

জামিয়ার পড়ুয়াদের শান্তিপূর্ণ মিছিলের উপর গুলি চালানোর অভিযু্ক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে বলে প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  তাঁদের সরকার এই ধরনের কোনও ঘটনা বরদাস্ত করবে না বলেও জানিয়ে দিলেন তিনি। বৃহস্পতিবার দুপুরে জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে সিএএ বিরোধী মিছিল লক্ষ্য করে গুলি চালায় বছর ১৯–এর এক যুবক। তা নিয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বিজেপি নেতৃত্বের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

আজ সন্ধ্যা ৬টা নাগাদ টুইটারে অমিত শাহই প্রথম নীরবতা ভাঙেন। তিনি লেখেন, ‘‘গুলি চলার ঘটনায় দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে আমার কথা হয়েছে। ওঁকে কঠোরতম পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছি আমি। কেন্দ্রীয় সরকার এই ধরনের কোনও ঘটনা বরদাস্ত করবে না। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হবে। কোনও ভাবেই দোষীকে রেয়াত করা হবে না।’’

మరింత సమాచారం తెలుసుకోండి: