বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রী কৃতি শ্যানন। শোনা যায় অভিনেত্রীরা ওজন কমান, খুবই কম সিনেমায় ওজন বাড়ানোর কথা শোনা যায়। তবে এবার কৃতি শ্যাননের সঙ্গে সেই রকমটাই হলো। জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা কৃতি শ্যানন অভিনীত, লক্ষ্মণ উটেকার পরিচালিত ছবি ‘মিমি’। আর এই ‘মিমি’-র জন্যই গত পাঁচ মাস ধরে বেজায় কসরত করতে হয়েছে স্লিম অ্যান্ড ট্রিম কৃতিকে। কিন্তু কেমন দেখতে হয়েছে কৃতিকে সেই ছবিই ভাইরাল হয়েছে।
click and follow Indiaherald WhatsApp channel