অন্যদিকে, অভিনেত্রী রিয়া চক্রবর্তীর প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের পর মিথ্যাচারের জন্য সতর্ক করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রিয়ার প্রতিবেশী দাবি করেছিলেন, এক প্রতক্ষ্যদর্শী ১৩ জুন অর্থাৎ অভিনেতার মৃত্যুর আগের দিন তাঁকে রিয়ার সঙ্গে দেখেছিলেন। তাঁর কথা অনুযায়ী, সুশান্ত রিয়াকে তাঁর বাড়ি পৌঁছে দিতে এসেছিলেন। রিয়ার প্রতিবেশীর কথায়, “সেই ব্যক্তি (প্রতক্ষ্যদর্শী) জুন মাসে তাঁকে এ কথা বলেন। তখন সিবিআইয়ের কাছে এ সব কথা পৌঁছয়নি এবং রিয়াও এ বিষয়ে কোনও কথা বলেননি। সেই ব্যক্তি বলেছিলেন, ‘ওহ! সুশান্ত মারা গিয়েছে! আমি তো ঘটনার আগের দিন রাতেই দেখেছিলাম ও রিয়াকে বাড়ি পৌঁছে দিতে এসেছিল।’ আমি তখন জানতাম না পরে কী হতে চলেছে। আমি নিজের চোখে কিছু দেখিনি, তবে আমি রিয়ার প্রতিবেশী।”
click and follow Indiaherald WhatsApp channel