দু'বছর পর কোর্টে ফিরেই ছিনিয়ে নিল হোবার্ট কাপ। টেনিস তারকা খেলোয়াড় সানিয়া মির্জা নতুন বছরের শুরুটা করলেন একেবারেই অন্যবদ্য ভাবে। মা হওয়ার জন্য ২৭ মাস আগে কোর্ট ছেড়েছিলেন। আর কোর্টে ফিরেই ইউক্রেনের টেনিস তারকা নাদিয়া কিচেনককে সঙ্গী করে হোবার্ট ইন্টারন্যাশনাল কাপের ফাইনালে জিতলেন তিনি।
প্রতিপক্ষ চিনা জুটিকে ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে জিতে নিলেন ট্রফি। ২১ মিনিটেই খেলা শেষ করে দেন সানিয়ারা। ২০১৭ সালের অক্টোবর মাসে শেষবার কোর্টে দেখা গিয়েছিল ভারতের সানিয়া মির্জাকে। চিন ওপেন খেলার পরেই কোর্ট থেকে বিরতি নিয়েছিলেন সানিয়া।
দীর্ঘ ২৭ মাস পর ফের র্যাকেট তুলে নিলেন হাতে। প্রথম রাউন্ডের ম্যাচ জিতে কোর্টে আসা ছেলে ইজহানের সঙ্গে হাই ফাইভ করতে দেখা গেল সানিয়াকে। সেখানে ছিলেন তাঁর মা-বাবাও।
৩৩ বছরের সানিয়া ভারতের ফেড কাপের পাঁচজনের দলেও সুযোগ পেয়েছেন।
click and follow Indiaherald WhatsApp channel