তিন বারে সোনাজয়ী অস্ট্রেলিয়াকে ১–০ ব্যবধানে হারিয়ে ইতিহাস ভারতীয় মহিলা হকি দলের। আগের দিন গ্রেট ব্রিটেনের দর্পচূর্ণ করে সেমিফাইনালে উঠেছেন মনপ্রীতরা। এদিন অস্ট্রেলিয়ার দম্ভে আঘাত করে সেমিফাইনালে রানি রামপালরা। স্বর্ণযুগে ভারতীয় হকি। সোয়ার্ড মারিজিনের হাত ধরে ‘‌চক দে ইন্ডিয়া’‌। প্রথম কোয়ার্টারে ভারতের হয়ে একমাত্র গোল গুরজিৎ কৌরের। রানি রামপালরা গোটা দেশকে গর্বিত করলেন। পুরুষ হকির পর মহিলা হকিতেও সাফল্যের মুখ দেখল ভারত।

ভারতের মহিলা হকি দলের অতি বড় সমর্থকও ভাবতে পারেননি এই দিন এত দ্রুত দেখতে পাবেন। এবার দল অলিম্পিক্সে নেমেই হারের হ্যাটট্রিট করেছিল। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে পাঁচ গোল খেয়েছিলেন রানিরা। এরপর জার্মানি ও গ্রেট ব্রিটেনেরে সামনেও মুখ তুলতে পারেনি ভারত। পরে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েও ভারতের যোগ্যতা অর্জন ছিল অনিশ্চিত। চতুর্থ দল হিসেবে টিম ইন্ডিয়া কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস লেখেছিল। সেখানে এদিন তিনবারের অলিম্পিক্স জয়ী দলকে ভারতের হারানোটা, কার্যত ভারতীয় ফ্যানেদের কাছেও স্বপ্নের মতো মনে হচ্ছে এখন! ভারতের মহিলা হকি দলের অতি বড় সমর্থকও ভাবতে পারেননি এই দিন এত দ্রুত দেখতে পাবেন। এবার দল অলিম্পিক্সে নেমেই হারের হ্যাটট্রিট করেছিল। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে পাঁচ গোল খেয়েছিলেন রানিরা। এরপর জার্মানি ও গ্রেট ব্রিটেনেরে সামনেও মুখ তুলতে পারেনি ভারত। পরে আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েও ভারতের যোগ্যতা অর্জন ছিল অনিশ্চিত। চতুর্থ দল হিসেবে টিম ইন্ডিয়া কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস লেখেছিল। সেখানে এদিন তিনবারের অলিম্পিক্স জয়ী দলকে ভারতের হারানোটা, কার্যত ভারতীয় ফ্যানেদের কাছেও স্বপ্নের মতো মনে হচ্ছে এখন! 


এই প্রতিবেদনের ছবি হকি ইন্ডিয়ার টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়েছে

Find out more: