বহু বছর মুখ্যমন্ত্রী নিয়ে এমন টানপড়েন দেখেনি অসম। ফল ঘোষণা হয়েছে আগের রবিবার। কিন্তু শনিবার পর্যন্ত তদারকি সরকারের হাতেই চলছে রাজ্য। অসমে ক্ষমতায় কারা আসবে— এই উৎকণ্ঠার তুলনায় বহু গুণ বেশি চর্চা চলছে ও উৎকণ্ঠা তৈরি হয়েছে পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম নিয়ে। শনিবার দিল্লিতে বিজেপি সভাপতি জে পি নড্ডার বাড়িতে দফায়-দফায় বৈঠকের পরেও নাম ঘোষণা করা যায়নি। রবিবার জল্পনার অবসান বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকের পর তা কাটল। সর্বানন্দ সোনওয়ালকে সরিয়ে এবার অসমের মুখ্যমন্ত্রী হচ্ছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আগামিকাল শপথ নিচ্ছেন হিমন্ত।

অসমের ১২৬ আসনের বিধানসভায় বিজেপি একাই জিতেছে ৬০ আসন। এনডিএন অন্যান্য শরিকরা পেয়েছে ১৫ আসন। অন্যদিকে কংগ্রেস পেয়েছে ২৯ আসন, শরিক এআইইউডিএফ পেয়েছে ১৬ আসন ও বিপিএফ পেয়েছে ৪ আসন। বিধানসভা নির্বাচনে বিজেপির এই জয়ের প্রধান মাথা হিসেবে মনে করা হচ্ছে হিমন্তকে। রাজ্যে সিএএ, এনআরসির মতো ইস্যু অত্যন্ত দক্ষতার সঙ্গে সামাল দিয়েছেন হিমন্ত। তার ফলেই এই জয়। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। গত ২০১৪ লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন হিমন্ত বিশ্বশর্মা। বিজেপির নর্থ ইস্ট ডেমোক্রাটিক অ্যালায়েন্সের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। বিজেপির নর্থ ইস্ট ডেমোক্রাটিক অ্যালায়েন্সের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় তাঁকে। বিজেপির নর্থ ইস্ট ডেমোক্রাটিক অ্যালায়েন্সের আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয় তাঁকে।

మరింత సమాచారం తెలుసుకోండి: