যাত্রা শুরুর আগেই থমকে গিয়েছিল সে।তবে রবিবার সন্ধ্যে থেকেই ইসরোর কাউনট ডাউনের ঘড়ি পুনরায় চালু হয়ে গিয়েছে।ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার মতে সোমবার বেলা ২ টো ৪৩ মিনিটে শতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে চন্দ্রযান ২ চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেবে।উৎক্ষেপণের মহড়া সফল।
১৪ ই জুলাই যাত্রা শুরুর ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগেই থমকে গিয়েছিল,কারণ চন্দ্রযানের বাহন জিএসএলভি মার্ক থ্রি ওরফে বাহুবলি রকেটের ক্রায়জেনিক জ্বালানির ট্যাঙ্কে সমস্যা দেখা দিয়েছিল।তবে এখন সে পুরোপুরি তৈরি।
২২ শে জুলাই রওনা হয়ে সে পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে ক্রমশ দুরে সরে যাবে।২৩ দিনের মাথায় সে পুরোপুরিভাবে পৃথিবীর আকর্ষণ কাটিয়ে চাঁদের কক্ষপথের দিকে রওনা দেবে।২২ শে সেপ্টেম্বর চাঁদের কক্ষপথে ঢুকবে সে।৬ সেপ্টেম্বর চাঁদে অবতরণ করবে ল্যান্ডার অংশটি।
দিনের আলোয় উৎক্ষেপণের জন্য দর্শকাসন ফুল থাকবে বলেই আশা করা যায়।বাহুবলির উৎক্ষেপণ নিয়ে উত্তেজনা এখন তুঙ্গে।
click and follow Indiaherald WhatsApp channel