রহস্যে মোড়া ঘটনা। প্রথমে খুন, তারপর মর্গ থেকে উধাও ইমরান হাসমির স্ত্রী’র মৃতদেহ। মর্গ থেকে কীভাবে মৃতদেহ উধাও হয়ে গেল তা নিয়েই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ইমরান হাসমিকে। না, ঘাবড়ানোর কিছু নেই, এটা আসলে একটি সিনেমার গল্প। কোনও রিয়েল লাইফ ঘটনা নয়। সম্প্রতি মুক্তি পেয়েছে ঋষি কাপুর, ইমরান হাসমি এবং সবিতা ধুলিপালা অভিনিতি দ্য বডি-র ট্রেলার। সেখানেই ইমরান হাসমির স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে সবিতা ধুলিপালাকে। সেই ট্রেলারেই দেখা গিয়েছে এই ঘটনা। ১৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দ্য বডি। দেখুন সেই ট্রেলার –
click and follow Indiaherald WhatsApp channel