রবিবার আইপিএল নিলামের দ্বিতীয় দিনে (IPL 2022 Auction) রাজ অঙ্গদ বাওয়াকে (Raj Angad Bawa) ২ কোটি টাকায় দলে নিল পঞ্জাব কিংস (Punjab Kings)। রাজ যুব বিশ্বকাপের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে। নিলামে ২০ লক্ষ টাকার বেস প্রাইজে থাকা রাজকে নিতে এদিন ইচ্ছাপ্রকাশ করেছিল মুম্বই ইন্ডিয়ান্সও। কিন্তু শেষ পর্যন্ত প্রীতির দল রাজকে তুলে নেয়। অলরাউন্ডার রাজ যুব বিশ্বকাপে ১০ ম্যাচ মিলিয়ে ২৫২ রান করেন। তাঁর স্ট্রাইক রেট ছিল ১০০-র ওপর। গড় ছিল ৬৩.০০। উগান্ডার বিরুদ্ধে ১৬২ করে রেকর্ড করেছিলেন।

অন্যদিকে, আইপিএল-এর দ্বিতীয় দিনের নিলাম তখন শুরু হয়েছে। কয়েক জন ক্রিকেটার নিলাম মঞ্চে ওঠার পরেই নাম এল অজিঙ্ক রহাণের। ন্যূনতম মূল্য ১ কোটি টাকা। অনেকেই ভেবেছিলেন অবিক্রিত থেকে যাবেন তিনি। কিন্তু সবাইকে চমকে দিয়ে বিড করল কলকাতা নাইট রাইডার্স। যদিও আর কোনও ফ্র্যাঞ্চাইজি লড়াইয়ে গেল না। ফলে ১ কোটি টাকাতেই রহাণেকে পেয়ে গেল কলকাতা। এখন প্রশ্ন, কেন রহাণের মতো ক্রিকেটারকে কিনল কলকাতা? সাদা বলের ক্রিকেটে বহু দিন ধরে ব্রাত্য তিনি। টি২০ তো দূর, এক দিনের ক্রিকেটেও জাতীয় দলে অনেক দিন ধরে সুযোগ পান না। শেষ এক দিনের ম্যাচ খেলেছেন ২০১৮ সালের ১৬ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। শেষ টি২০ তো আরও আগে, ২০১৬ সালের ২৮ অগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছেন। বর্তমানে শুধু মাত্র টেস্ট দলে খেলেন রহাণে।

మరింత సమాచారం తెలుసుకోండి: