স্কুলে দেরিতে আসায় এক শিক্ষককে বেধড়ক মারধর করলেন ক্ষিপ্ত এক বিজেপি নেতা। ঘটনাটি ঘটেছে বুধবার হুগলি জেলার পোলাবায়।

স্থানীয় সূত্রে খবর, হুগলির পোলবার ওই সরকারি স্কুলটি প্রধান শিক্ষকের নেতৃত্বে ঠিকঠাকই চলছিল। কিন্তু বুধবার হঠাতই স্কুলে হানা দেয় পোলবা বিজেপির প্রাক্তন মণ্ডল সভাপতি কৌশিক জানা ও তার দলবল। শিক্ষকদের কাছে জবাবদিহি চাওয়া হয় স্কুলে দেরি করে আসার জন্য। পুরো বিষয়টিতে ওই বিজেপি নেতার নিশানায় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক।

অভিযোগ, প্রধান শিক্ষকের সঙ্গে তর্ক বিতর্ক দেখে স্কুলের আরও কয়েকজন শিক্ষক বাধা দিতে এগিয়ে এলে তাঁদের মারধর শুরু করে। কিছু শিক্ষক ঘটনার ভিডিয়ো তুলে রাখার চেষ্টা করলে তাঁদেরও নির্বিচারে লাথি-ঘুষি-চড় মারা হয়। এই পরিস্থিতি বেশ কিছুক্ষণ চলে। তারপর স্কুল ছেড়ে বেরিয়ে যান ওই বিজেপি নেতা ও তার দলবল।

গোটা ঘটনায় প্রায় ৮-৯ জন শিক্ষক গুরুতর আহত অবস্থায় পোলবা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পরপরই বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে সরব হয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তবে এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি এখনও পর্যন্ত।

మరింత సమాచారం తెలుసుకోండి: