টেস্ট ক্রিকেটে তাও তাঁর বিকল্প থাকলেও সাদা বলের ক্রিকেটে পন্থের ধারেকাছে কেউ নেই। কিন্তু শুধু সাদা বলের ক্রিকেট খেললে তাঁকে কেউ মনে রাখবে না বলে সতর্ক করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ। টেস্ট ক্রিকেট খেললে তবেই ভাল ক্রিকেটারদের তালিকায় তাঁর নাম আসবে বলে জানিয়েছেন সহবাগ। পন্থকে নিয়ে সহবাগ বলেন, ‘‘যদি পন্থ ১০০-র বেশি টেস্ট খেলে তা হলে ক্রিকেট ইতিহাসে ওর নাম লেখা থাকবে। ভারতের মাত্র ১১ জন ব্যাটার সেই তালিকায় রয়েছে। সেই ১১ জনের নাম সবাই জানে। কিন্তু শুধু টি২০ বা এক দিনের ক্রিকেট খেললে সেটা হবে না।’’ এখনও পর্যন্ত ৩০টি টেস্টে ১৯২০ রান করে ফেলেছেন পন্থ। গড় ৪০.৮৫। সঙ্গে রয়েছে ৪টি শতরান ও ৯টি অর্ধ শতরান। এরমধ্যে তিনটি শতরান আবার বিদেশের মাটিতে করেছেন ২৪ বছরের এই তরুণ।

অন্যদিকে, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে সতর্ক করা হল দীনেশ কার্তিককে। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে আইপিএলের আচরণবিধি ভঙ্গের জন্য তিরস্কৃত হলেন আরসিবির অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান। বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে ইডেনে কার্তিকের কোড অফ কন্ডাক্ট উলঙ্ঘনের কথা জানানো হয়। দোষ স্বীকার করে নেওয়ায় তারকা ক্রিকেটারকে বড়সড় শাস্তির মুখে পড়তে হয়নি। বিজ্ঞপ্তিতে আচরণবিধির ২.৩ নং ধারা অনুযায়ী লেভেন-ওয়ান পর্যায়ের অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। তবে নির্দিষ্ট করে বলা হয়নি কার্তিক ঠিক কী দোষ করেছেন। প্রাথমিক পর্যায়ের অপরাধ বলেই এক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হচ্ছে।

మరింత సమాచారం తెలుసుకోండి: