২০১২ সালে সুজয় ঘোষের পরিচালনায় ‘কাহানি’ ছিল সুপারডুপার হিট সিনেমা। আর এই সিনেমাই বিদ্যা বালানের ক্যারিয়ারে এক নয়া মোড়ের সূচনা করেছিল। এখনও অফিসিয়ালি কিছু জানানো না হলেও, জোর জল্পনা আবার নাকি বড় পর্দায় আসতে চলেছে ‘কাহানি’। তবে প্রিকোয়েল। ‘কাহানি’-তে দেখা গিয়েছিল বিদ্যা ভেঙ্কটেশন বাগচীর কলকাতায় এসে পৌঁছনোর পরের ঘটনা। এবার দেখা যাবে কলকাতায় আসার আগের গল্পটিই। এমনই গুঞ্জন বলিউডে। আবার বলিউডে জোর গুঞ্জন এই সিনেমা পরিচালনা করতে পারেন সুজয় ঘোষের মেয়ে দিয়া ঘোষ। দিয়া এর আগে বেশ কয়েকটি শর্টফিল্ম পরিচালনা করেছেন। এখন দেখার আদৌ এই খবর সত্যি হয় কি না!
click and follow Indiaherald WhatsApp channel