বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাব কর্তা এবং ইমামি গোষ্ঠীর প্রতিনিধিদের দু’পাশে বসিয়ে নতুন সমঝোতার কথা ঘোষণা করেন। বিনিয়োগকারী নিয়ে অবশেষে স্বস্তি ইস্টবেঙ্গলে। মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় শতাব্দী প্রাচীন ক্লাবের সঙ্গে যুক্ত হল ইমামি গোষ্ঠী। এর ফলে আসন্ন মরসুমেও ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে সংশয় থাকল না। অল্প সময়ের বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী বলেন, "আজ আপনারা সবাই ক্রিকেট নিয়ে ব্যস্ত আছেন।‌ কিন্তু বাংলার মানুষ শুধু ক্রিকেট নয়, ফুটবলও খুব ভালোবাসে। ইষ্টবেঙ্গল-মোহনবাগান ও মহামেডান সবাই আছে। ইস্টবেঙ্গল ক্লাব ও ইমামি গ্রুপ দু'পক্ষ‌ই রাজি হয়েছে। আইএস‌এল খেলা নিয়ে যে সমস্যা হচ্ছিল সেটা সলভ হয়ে গেল।" এবার ইস্টবেঙ্গল নয়া উদ্যমে দলগঠন করে আইএসএলের জন্য কোমর বেঁধে নামতে পারবে।

বছর দুয়েক আগেও শ্রী সিমেন্টকে বিনিয়োগকারী হিসেবে লাল-হলুদে এনে দিয়েছিলেন। এবং গত বছর ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে শ্রী সিমেন্টের ঝামেলা মিটিয়ে দিয়েছিলেন মমতাই। লাল-হলুদের প্রধান কর্তা দেবব্রত সরকার বলেন, ‘আমি দিদিকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না। বিগত তিন বছর ধরে দিদি আমাদের পাশে থেকে যে ভাবে সাহায্য করেছেন, সেটা ব্যতিক্রমী ঘটনা। দিদি একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি খেলাধূলার উন্নতি নিয়ে সারাক্ষণ ভাবেন। ইমামির সঙ্গে গাঁটছড়া বেঁধে একসঙ্গে আমরা ইস্টবেঙ্গলের সাফল্যের জন্য লড়াই করব।’ গত মরশুম শেষে শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি ভেঙেছিল। ইতিমধ্যেই সমস্ত স্বত্ব ইস্টবেঙ্গলকে ফিরিয়ে দিয়েছে শ্রী সিমেন্ট। দলের নতুন বিনিয়োগকারী কে হবে, সেই নিয়ে বহুদিন ধরেই জল্পনা চলছিল। এ বার সমর্থকদের মুখে হাসি ফুটল।

మరింత సమాచారం తెలుసుకోండి: