
NCB সূত্রে খবর মিলেছিল, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিকদের লাগাতার জেরার মুখে ভেঙে পড়েছেন শৌভিক চক্রবর্তী। তিনি স্বীকার করে নিয়েছেন, সুশান্তের বাড়িতে রিয়ার নির্দেশেই আনা হত মাদক। স্যামুয়েল মিরান্ডার মাধ্যমেই ড্রাগ কেনা হত বলে জেরায় জানিয়েছেন শৌভিক একবার নয়, রিয়ার নির্দেশে একাধিকবার ড্রাগ আনা হয়েছে বলে NCB-কে জানান শৌভিক। আর শৌভিকের স্বীকারোক্তির বেশকিছুক্ষণের পরই শৌভিক চক্রবর্তীর গ্রেফতারির খবর প্রকাশ্যে আসে। ইতিমধ্যেই শৌভিকের গ্রেফতারির কথা নিশ্চিত করেছেন NCB- আধিকারিক। তবে কিছু কাগজপত্র তৈরি করা বাকি আছে বলে জানান, NCB আধিকারিক। নিয়ম মেনে শৌভিক ও মিরান্ডাকে আদালতে পেশ করা হবে বলেও জানান তিনি। তবে কিছু কাগজপত্র তৈরি করা বাকি আছে বলে জানান, NCB আধিকারিক। নিয়ম মেনে শৌভিক ও মিরান্ডাকে আদালতে পেশ করা হবে বলেও জানান তিনি।