অস্ট্রেলিয়া সফরে সিডনিতে বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন জাডেজা। সেই চোট এখনও পুরোপুরি সারেনি। তবে অল্পবিস্তর অনুশীলন শুরু করেছেন তিনি। এর মাঝেই ঘুরতে গিয়েছিলেন জামনগরের জঙ্গলে। সেখানেই আচমকা ঝোপ থেকে বেরিয়ে আসে বাঘ। কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক-ওদিক তাকিয়ে আবার ঝোপেই ঢুকে যায়। ভিডিয়োতে জাডেজা লিখেছেন, “মনে হয় ও আমাকে বলতে এসেছিল, তুমি দ্রুত সুস্থ হয়ে ওঠো।” জাডেজার এই মজাদার টুইট নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ফাঁকে সমর্থকরাও তাঁকে দ্রুত সেরে ওঠার কথা বলেছেন। অনেকেই জানতে চেয়েছেন তিনি কবে মাঠে ফিরছেন। সেই উত্তর অবশ্য জাডেজা দেননি।

অন্যদিকে, তাঁর দেশে করোনার টিকা পাঠানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন ইউনিভার্স বস ক্রিস গেইল। গত সপ্তাহেই ভ্যাকসিন মৈত্রীর অংশ হিসেবে জামাইকাতে ৫০,০০০ টিকার ডোজ পাঠানো হয়েছে ভারতের তরফ থেকে। করোনা মহামারিকে হারানোর জন্য ভারতে তৈরী টিকা পাঠানো হয়েছে জামাইকাতে। তবে ক্রিস গেইলই প্রথম নন, এর আগে কলকাতা নাইট রাইডার্সের তারকা আন্দ্রে রাসেলও টিকা পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। টুইটারে ইন্ডিয়া ইন জামাইকা হ্যান্ডলে ভিডিও পোস্ট করে গেইল বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী মোদী, সমগ্র ভারতবাসী ও ভারত সরকারকে জামাইকাতে করোনার টিকা পাঠানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ। আমি খুব শীঘ্রই ভারতে আসব, আবারও ধন্যবাদ।” এছাড়াও জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেসও বিশেষ ধন্যবাদ দেন প্রধানমন্ত্রীকে। তিনি টুইট করে ৫০,০০০ ডোজ পাওয়ার বিষয়টিকে মান্যতা দেন এবং একইসঙ্গে ভারতবাসীদেরও তিনি ধন্যবাদ জানান।  

మరింత సమాచారం తెలుసుకోండి: