জ্বালানির দাম বাড়ছে হু হু করে। পেট্রলের দাম তো বেড়েছেই, সেই সঙ্গে ডিজেলের দাম প্রায় ১০০ টাকা ছুঁই ছুঁই। এমনিতেই স্বাস্থ্য সংক্রান্ত শংসাপত্র না-থাকায় জরিমানার ভয়ে বিভিন্ন রুট মিলিয়ে কম-বেশি এক হাজার বেসরকারি বাস কয়েক মাস ধরে পথে নামছে না। তার উপরে ডিজ়েল অগ্নিমূল্য হওয়ায় ক্ষতির আশঙ্কায় প্রায় ৩০টি রুটে ২৫-৩০ শতাংশ বাস কম চলছে বলে অভিযোগ। আগামী কয়েক দিনে ডিজ়েলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে আগামী কাল থেকে শুরু হতে চলা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাস্তায় কত বাস মিলবে, সেই আশঙ্কায় রয়েছেন যাত্রী থেকে পরীক্ষার্থীরা।

অন্যদিকে, গত কয়েক দশকের মধ্যে অন্যতম খারাপ অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। সরকার সেই দেশের পরিস্থিতি যেভাবে নিয়ন্ত্রণ করছে তার বিরুদ্ধে বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। রাজধানী কলম্বোতে রাতারাতি কারফিউ জারি করে পুলিশ। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাসভবনের বাইরে চলতে থাকা বিক্ষোভ হিংসাত্মক রূপ নেওয়ার পরে সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গোতাবায়ার বাসভবনের দিকে যাওয়ার রাস্তায় একটি বাসে আগুন লাগানোর আগে বিক্ষোভকারীরা, একটি পাঁচিল ভেঙে দেয় এবং পুলিশের দিকে ইট ছোঁড়ে। শ্রীলঙ্কার সেনাবাহিনীর একটি বাস ও একটি জিপে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। ২২ মিলিয়ন মানুষের এই দ্বীপরাষ্ট্র দিনে ১৩ ঘন্টা পর্যন্ত ব্ল্যাকআউটের মুখোমুখি হচ্ছে। দেশের সরকারের কাছে জ্বালানী আমদানির জন্য পর্যাপ্ত বৈদেশিক মুদ্রা নেই বলে জানানো হয়েছে। IMF আগামী দিনে ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে শ্রীলঙ্কার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছেন একজন মুখপাত্র। তিনি বলেন সরকার এই সংকট থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছে।

మరింత సమాచారం తెలుసుకోండి: