চলতি বছর টোকিয়ো অলিম্পিকসে টিম ইন্ডিয়ার গুডউইল অ্যাম্বাস্যাডর হওয়ার জন্য বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ জানালো ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন।
ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল এই সম্নান দেওয়ার প্রস্তাব জানিয়ে চিঠি পাঠিয়েছেন সৌরভ কে। চিঠিতে বলা হয়েছে ,টোকিয়ো ২০২০-তে ১৪-১৬ টি খেলোয়ার আমাদের ১০০-২০০ অ্যাথেলিট অংশ নেবে বলে আমরা আশাবাদী। দলে সিনিয়ারদের পাশাপাশি তরুণ অ্যাথেলিটরাও রয়েছেন যাঁদের অলিম্পিকে অভিষেক ঘটবে।
চিঠিতে সৌরভের উদ্যেশ্যে আরো বলা হয়েছে, ‘কোটি কোটি মানুষের বিশেষত যুবদের কাছে আপনি অনুপ্রেরণা। প্রশাসক হিসেবে আপনি সবসময় তরুণ প্রতিভাদের তুলে ধরেছেন। ২০২০ অলিম্পিকসে টিম ইন্ডিয়া আপনার সঙ্গ পেলে তাতে তরুণ অ্যাথেলিটঅরা অনুপ্রেরণা পাবে বলে আশা রাখি। চলতি বছর ২৪ জুলাই থেকে শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে টোকিয়ো অলিম্পিক।
উল্লেখ্য, ২০১৬ সালের রিও গেমসে দেশের গুডউইল অ্যাম্বাস্যাডর হিসেবে উঠে এসেছিল ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর, বেজিং অলিম্পিকসের সোনার পদকজয়ী অভিনব বিন্দ্রা,অভিনেতা সলমান খান ও সুরের জাদুকর এআর রহমেনের নাম।

మరింత సమాచారం తెలుసుకోండి: